Tuesday, October 14, 2025
Homeঅর্থ মন্ত্রণালয়নরসিংদীর গাঁজাকাণ্ডে ডিবির পরিদর্শকসহ ৬ পুলিশ জড়িত

নরসিংদীর গাঁজাকাণ্ডে ডিবির পরিদর্শকসহ ৬ পুলিশ জড়িত

নরসিংদীতে ৯৬ কেজি গাঁজা কেলেঙ্কারির ঘটনায় পুলিশ সুপার কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জমা দিয়েছে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি।

রোববার (৬ এপ্রিল) নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার আব্দুল হান্নান।

পুলিশ সুপার জানান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ (প্রশাসন ও অর্থ) দীর্ঘ তদন্ত শেষে নরসিংদীর ডিবি পরিদর্শক কামরুজ্জামান, কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেন, নরসিংদী সদর পুলিশ কোর্টের মালখানার অফিসার এসআই (নিরস্ত্র) মো. শামিনুর রহমানসহ ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হয়েছে বলে রিপোর্ট দিয়েছেন। পরে সময়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

গত ৪ মার্চ নরসিংদীর শিবপুরের একটি লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি গাঁজা উদ্ধার করে নরসিংদী ডিবি পুলিশ। এসব গাঁজা আদালতের মালখানায় জমা না দিয়ে কিংবা ধ্বংস না করে মাদক বিক্রেতার কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে নরসিংদী ডিবির পরিদর্শক কামরুজ্জামানসহ কয়েক পুলিশ সদস্যের বিরুদ্ধে।

পরে ডিবি পরিদর্শক কামরুজ্জামান ও কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেনকে প্রথমে নরসিংদী পুলিশ লাইন্সে ও পরে ডিআইজি ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments