Tuesday, October 14, 2025
Homeঅর্থ মন্ত্রণালয়ঈদের ছুটি শেষে নেপালে গেল ২৫২ টন আলু

ঈদের ছুটি শেষে নেপালে গেল ২৫২ টন আলু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা আটদিন বন্ধ থাকার পর চালু হওয়ার প্রথমদিনই পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রপ্তানি হয়েছে ২৫২ টন এস্টারিক্স আলু। এ নিয়ে এ বন্দরটি দিয়ে কয়েক দফায় মোট দুই হাজার ৫৮৩ টন আলু রপ্তানি হয়েছে।

রোববার (৬ এপ্রিল) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, আলুগুলো রপ্তানি করছে থিংকস টু সাপ্লাই ও স্বাধীন এন্টারপ্রাইজ।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট দুই হাজার ৫৮৩ টন আলু রপ্তানি হয়েছে নেপালে। রোববার নতুন করে ২৫২ মেট্রিক টন আলুর রপ্তানিকারক ছিল থিংকস টু সাপ্লাই ও স্বাধীন এন্টারপ্রাইজ নামের দুটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। এর মধ্যে থিংকস টু সাপ্লাইয়ের ছিল ১৪৭ টন আলু ও স্বাধীন এন্টারপ্রাইজের ছিল ১০৫ টন আলু।

তিনি আরও জানান, তারা দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে রপ্তানি করে।

রপ্তানি করা আলুগুলো বন্দর ইয়ার্ডে ঢুকলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর দুপুরে নেপালে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments